টি–টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। দলের ভেতরে ও বাইরে নানা অস্থিরতার মধ্যেই গিয়ে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা ছিল বড় পরীক্ষা।
সে পরীক্ষাতেই পূর্ণ নম্বর পেল বাংলাদেশ। যে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কখনো হারাতে না পারা বাংলাদেশই মাউন্ট মঙ্গানুইয়ে পেল ঐতিহাসিক এক জয়। আর সেই জয়ও আধিপত্য বিস্তার করে, গোটা পাঁচটা দিন ভালো খেলে। বাংলাদেশের বড় জয়গুলোকে বরাবরাই অঘটন হিসেবে দেখে ভারতীয় গণমাধ্যম।
তবে এই জয়ে সেরকমটা হয়নি। টাইগারদের জয়ের প্রশংসা করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার প্রতিবেদন করেছে, বড় জয়ে কোহলিদের পাশেই অবস্থান করছে বাংলাদেশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, এবাদতের আগুনে বাংলাদেশের ঐতিহাসিক জয়। এনডিটিভি প্রতিবেদন করেছে, নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনের প্রতিবেদনেও এবাদত বন্দনা। তারা বলছে, এবাদতের ৬ উইকেটে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন করেছে, এবাদতের দারুণ বোলিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপে কিউইদের হারালো বাংলাদেশ।