দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে মাশরাফি বিন মুর্তজা। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে নামার আগে মাশরাফির প্রত্যাশা, চেনা ছন্দ খুঁজে পেতে বেশি সময় লাগবে না তার।
পিঠের ব্যথার কারণে অন্যদের চেয়ে খানিকটা দেরিতেই বিপিএলের অনুশীলন শুরু করেছেন মাশরাফি। ৬ জানুয়ারি অনুশীলনেও শুরু করেন পূর্ণ রানআপে বোলিং করতে পারেননি।
চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে মাশরাফি বলেন, ‘আমার ব্যাকপেইন আছে একটু। আজকে অনেকদিন পর এসেছি। একটু সময় লাগবে হয়ত। সামনে বিপিএল আছে। আস্তে আস্তে শুরু করছি। ব্যাকপেইনের অবস্থার ওপর নির্ভর করে।’
মাশরাফি পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে খেলার প্রস্তাবও। তবে চোটের কারণে ফিরতে হবে বিপিএল দিয়েই। তার আগে ছন্দে ফেরা জরুরী। তবে এক বছরেরও বেশি সময় পর খেলায় ফিরে ছন্দ খুঁজে পেতে খুব বেগ পেতে হবে না, আত্মবিশ্বাস মাশরাফির।
তিনি বলেন, ‘বোলিং তো ওরকমভাবে করিনি। একটু ছোট রানআপে দেখছিলাম কী অবস্থা। তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। হয়ত আগামী সপ্তাহে ফুল রানআপে বল করতে পারলে বুঝতে পারব। ছন্দ ফিরে পেতে বেশি দিন লাগবে না। যেহেতু ফিটনেস ঠিক আছে। যত তাড়াতাড়ি ফুল রানআপে বল করতে পারব তত ভালো। ব্যাকপেইনের ওপর নির্ভর করছে।’
বিপিএলে মাশরাফি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। অনুশীলনে মাশরাফি পেলেন দুই সতীর্থের সাহচর্য। এমনকি গণমাধ্যমের সাথে কথা বলার সময় চলল খুনসুটিও।
দীর্ঘদিন পর তামিম ও রিয়াদের সাথে খেলবেন- বিষয়টি একটু হলেও রোমাঞ্চ জাগাচ্ছে মাশরাফির মধ্যে। তিনি বলেন, ‘ওরা তো খেলার ভেতরে থাকে। আমি তো এখন দলের সাথে নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে অবশ্যই ভালো অনুভূতি। দিন শেষে ম্যাচ খেলতে নামলে সবাই জয় নিয়ে ভাবে, নিজ নিজ প্রক্রিয়া নিয়ে ভাববে। অনেক দিন পর ড্রেসিংরুম শেয়ার করব একসাথে হোটেলে থাকব… ইনশাআল্লাহ্ ভালো একটা সময় পার হবে আশা করছি।’