ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হবার পর প্রথম ম্যাচে মাঠে নামলেন বেন স্টোকস। আর এই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলার সাথে সাথে হাঁকালেন সেঞ্চুরি।
কাউন্টি ক্রিকেটে এদিন ডারহামের হয়ে বেন স্টোকস চতুর্থ ডাউনে ব্যাট করতে নামেন। ৪৭ বলে প্রথম ফিফটি করার পর মাত্র ৬৪ বলেই তুলে নেন সেঞ্চুরি। এইসময় এক ওভারে টানা ৬ ছক্কা ও ১টি বাউন্ডারিতে ৩৪ রান আর ৮ বলে ৭ ছক্কা হাঁকান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫টি ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৮২ বলে ১৪৭ রানে অপরাজিত আছেন স্টোকস।