শক্তিমত্তার হিসেবে দুই দলের মধ্যে এগিয়ে রাখা হবে শ্রীলঙ্কাকেই। তবে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, আফগানিস্তানের সামনে যে কোনো প্রতিপক্ষই দুশ্চিন্তায় পড়তে বাধ্য।
শ্রীলঙ্কাই যেমন প্রথম ওভারে খেলো বড় ধাক্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান পেসার ফজলহক ফারুকির তোপে পড়েছে লঙ্কানরা।
ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে ফারুকি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। পরের ওভারে আরও এক উইকেট হারিয়েছে লঙ্কানরা। নাভিন উল হকের বলে উইকেটের পেছনে এজ হয়েছেন পাথুম নিশাঙ্কা (৩)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৫ রান। উইকেটে আছেন দানুশকা গুনাথিলাকা আর ভানুকা রাজাপাকসে।
দুই দল এর আগে একবারই টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল। ২০১৬ বিশ্বকাপের সেই ম্যাচে শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখে জয় পায়।